আমাদের কথা খুঁজে নিন

   

মানুষকে সেবা করতে যারা মজুর,মুটে ও কুলি হয়

একজন খেটে খাওয়া-শ্রমজীবী মানুষ। নিজের অধিকারের কথা বলতে চাই ও অন্যের শুনতে চাই। তাই বলে দেশ, দেশের মাটি, আলো-বাতাশ ও মানুষকে বাদ দিয়ে নয়।

অক্টোরের প্রথম সপÍাহ। রাত তখন সাড়ে দশটা, টিপটাপ করে বৃষ্টি হচ্ছে।

একটি ট্রাক বালি বোঝাই নিয়ে ফিরছে। কাউরান বাজার নিয়নবাতির রাস্তা পার হচ্ছে। কোথাও বড় বিল্ডিং হবে এই বালিতে। গাড়ীটি সম্ভাবত: বুড়িগঙ্গা বা শীতলক্ষ্যার কোন পাড় থেকে বোঝাই হয়েছে। পেছনে বালির উপরে ৩/৫ ফুটের মত একটি ফ্লাই বোর্ড দিয়ে কি যেন ঢাকা।

একটু খেয়াল করলেই দেখা গেলো গায়ে সাদা সাদা বালি, একটি মানুষ জড়ো হয়ে ঘুমিয়ে আছে। বোর্ডটি দিয়ে বৃষ্টির পানি ঢেকাচ্ছে। সারাদিনের বালি কাটার ক্লান্তি নিয়ে শুয়েই ঘুমিয়ে পড়েছে, একটু জিরিয়ে নেয়া বলে কথা। নিয়ন বাতির এই শহরে হরেক রকম মানুষের ভিড়ে এইও একটি মানুষ যার আছে প্রিয়জন, সন্তান সন্তÍতি। তাদের জন্যই এই ঢাকার শহরে আসা।

ট্রাকটি হঠাৎ ব্রেক করলে তার কি অবস্থা হবে কেউ বলতে পারে না। কিন্তু এরাই এই ঢাকার শহরের আকাশ ছোয়া সমৃৃদ্ধিময় রাজধানী বানাতে,সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রেখে চলেছে অবদান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.