পর সমাচার এইযে আল্লাহর রহমতে শারীরিকভাবে ভালোই আছি কিন্তু গত বেশ কয়েকদিন ধরিয়া যেই হারে গরম পড়িতেছে তাহাতে প্রাণ ওষ্ঠাগত প্রায় সারাদিনের মধ্যে ঠিক কত সময় যে ইলেকট্রিসিটি থাকে তাহা গবেষনার বিষয় হইয়া দাঁড়াইয়াছে আমি অফিসে এসিতে বসিয়াও ঘামি অফিস শেষে বাসায় ফিরিয়া নিত্যদিন দ্বিতীয়বার গোসল করি তাহাতেও গরম কমে না খাওয়া দাওয়া টিভি দেখাসহ কোনো কাজেই আনন্দ পাইনা রাতের বেলায় ঘুমাইতে গেলে ইলেকট্রিসিটি চলিয়া যায় মশারী ছাড়া ঘুমাই কয়েল জ্বালাইয়াও কোনো কাজ হয়না মশারা কয়েলের ওপর বসিয়া গন্ধ নেয় মধ্যরাতে ইলেকট্রিসিটি আসে কিন্তু গরম আর কমে না এইভাবে জীবন আর চলে না হে পরওয়ারদেগার তুমি আমাদের গরম আর মশাদের হাত থেকে উদ্ধার করো
(পড়িবার সময় নিজ দায়িত্বে যথাস্থানে বিরামচিহৃ বসাইয়া নিবেন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।