ভালবাসি, ভালবাসি, ভালবাসি, ভালো থেকো উড়ন্ত প্রজাপতি। প্রশ্নকর্তাঃ “একটা প্লেনে ৫০টা ইট আছে, একটা ইট ফেলে দিলে থাকে কয়টা?” ... প্রার্থীঃ “এটা তো সোজা। ৪৯টা...” প্রশ্নকর্তাঃ “আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কি কি?” প্রার্থীঃ “ফ্রিজটা খুলুন,হাতিটা ঢুকান এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন” প্রশ্নকর্তাঃ “একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ কি কি?” প্রার্থীঃ “ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন হরিণটা ঢুকান এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন” প্রশ্নকর্তাঃ “বনে সিংহেরআজকে জন্মদিন। সবাই এসেছে শুধু একজন ছাড়া। কে আসে নি এবং কেন? প্রার্থীঃ “হরিণ আসে নি। কারণ সে ফ্রিজে” প্রশ্নকর্তাঃ “ এক বৃদ্ধাকুমির ভর্তি একটা খাল পার হল কোন ক্ষতি ছাড়াই, কিভাবে?” প্রার্থীঃ“কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে” প্রশ্নকর্তাঃ “ শেষ প্রশ্ন- তারপরেও বৃদ্ধা মারা গেলেন, কেন??” প্রার্থীঃ উমম... আমার মনে হয়, তিনি খালের পানিতে ডুবে গিয়েছিলেন? প্রশ্নকর্তাঃ “ না, প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল সেটা তার মাথায় পড়েছিল, আপনি এখন আসতে পারেন...:@” (__সংগৃহীত__)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।