জীবনকে এডিট করা যায় না কখনো ..। এক পুলিশ নতুন বিয়ে করছে ..বাসর রাতে জানতে পারে তার সদ্য বিবাহিত বউ এর আগে ৪ বিয়ে করছে এবং তালাক প্রাপ্তা.তার বউ এর দাবি সে এখনো ভার্জিন কিন্তু পুলিশ জানতে চাইল কিভাবে এটা সম্ভব তার বউ বলছে ১ম জামাই :আমার ১ম জামাই ছিল একজন সেলস রিপ্রেসেন্তিভ , সে সারা দিন এই কথা নিয়ে বেস্ত থাকত ২য জামাই :আমার ২য জামাই ছিল ইঞ্জিনিয়ার সে ওই বেপার গুলা বুজত ..কিন্তু সে সেই বেপারে গবেষনার জন্য ৩ বছর সময় চেয়েছে কিভাবে ভালোভাবে ওই কাজ টা করবে ৩য জামাই : আমার ৩য জামাই আইনজীবী ছিল ,সে শুধু সন্দেহ করত ..তাই সে কাজ টা করতে চায় নাই ৪ থ জামাই :আমার ৪ নাম্বার জামাই ছিল ডাক্তার , সে খুলে দেখছে সব ঠিক আছে কিনা কিন্তু এখন আমি অনেক ভীত এনং আমি জানি আমার কুমারিত্ব তোমার কাছেই হারাবে পুলিশ : কেন ? মহিলা :তোমরা পুলিশরা তো ভিতরে ঢুকা ছাড়া কোনো কিছু ইনভেস্টিগেষণ করতে পর না সব বন্ধুদের ঈদ মোবারক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।