জীবনকে এডিট করা যায় না কখনো ..। এক আর্মি অফিসার কথায় কথায় বাজি লাগে , তার উচ্চ পদস্তরা তাকে দেখলেই ভয় পায় ..কারণ সে বাজিতে জিতবেই। তার বর্তমান বস বদলি হবার সময় নতুন বস কে বলে গেল ওই লোকের থেকে সাবধান থেকো ,সে তোমাকে নেংটা করে ছাড়বে নতুন বস জয়েন করার কয়েক দিন পর সেই অফিসার আসলো বস এর রুম এ , অফিসার : বস কেমন আছেন ? বস : হুম , ভালো অফিসার : বস একটা বেপারে জানতে আসছিলাম আপনার কাছে বস : কি বেপার ? অফিসার : বস পাইলস হলে কি হয় ? বস : পাইলস হলে পাছা চুলকায় ,রক্ত পড়ে , কষা হয় অফিসার : বস আপনি তো অনেক জানেন , আচ্ছা আপনার কি পাইলস হইছে / বস : না অফিসার : আমার বিশ্বাস হয় না বস , আমার মনে হয় আপনার আছে ? বস : আরে নাই তো বললাম অফিসার : তাহলে বাজি বস : কত ? অফিসার : ৫০০০ টাকা বস : তাহলে কিভাবে পরীক্ষা করবে ? অফিসার : গ্রাম দেশে পাছায় কাচা কলা ঢুকায়ে পরীক্ষা করে ,কলায় রক্ত লেগে থাকলে বুজা যায় অবশেষে বস কলা ঢুকায়ে বের করে দেখল কোনো রক্ত নাই বস : দাও আমার ৫০০০ টাকা অফিসার : নেন বস ৫০০০ টাকা , তাহলে আমি যাই এখন বস : আচ্ছা বাজিতে হারাতে তোমার কোনো কষ্ট নাই অফিসার : আসলে আমি একজনের সাথে ৫ লক্ষ টাকা বাজি লাগছি যে আপনার পাছা দিয়ে কলা ঢুকাবো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।