সিরিয়ায় প্রায় দুই বছর ধরে চলা সংঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশটি ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ। এরই মধ্যে নতুন তথ্য এসেছে দেশটিতে প্রতি ১৫ সেকেন্ডে নতুন করে একজন শরণার্থী হচ্ছেন। জাতিসংঘের হিসাবমতে, ইতোমধ্যেই শরণার্থীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। দেশটির মোট জনসংখ্যা দুই কোটি ৮০ লাখ।
সংস্থাটি আরও জানিয়েছে, দেশটি রীতিমতো মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। আর সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে লেবানন, জর্ডান, তুরস্ক ও ইরাকে।
জাতিসংঘ বলেছে, দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বেসামরিক লোকসহ প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছে। আর এতে করে দেশটিতে এই শতকের সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটছে। অন্যদিকে দেশ ছেড়ে পালানো লোকজনের বেশির ভাগই আশ্রয় নিয়েছেন লেবাননে।
যেখানে এ সংখ্যা সাত লাখ ১৬ হাজার। এ ছাড়া জর্ডান, তুরস্ক ও ইরাকে যথাক্রমে পাঁচ লাখ ১৫ হাজার, চার লাখ ৬০ হাজার ও এক লাখ ৬৮ হাজার। এ চারটি দেশের সরকার এসব শরণার্থীর জন্য আন্তর্জাতিক সহায়তার বিষয়ে জেনেভায় উদ্বাস্তুবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে আজ বৈঠক করার কথা রয়েছে। ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ায় নারী, শিশু ও পুরুষের রক্ত অবিরাম প্রবাহিত হচ্ছে। তাই অনেক নাগরিকই এখনো অপর্যাপ্ত কাপড়-চোপড় নিয়ে হলেও সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থাটি আরও জানায়, দেশত্যাগে বাধ্য করা এসব নাগরিকের মধ্যে প্রায় অর্ধেকই অর্থাৎ ১০ লাখই হচ্ছে শিশু এবং এদের তিন-চতুর্থাংশেরই বয়স ১১ বছরের নিচে। সিএনএন, বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।