আমাদের কথা খুঁজে নিন

   

প্রান্তিক পিপাসা ছুঁ'য়ে চলে গেছে গহীন মেইলট্রেন

সময়ের পদধ্বনি ধরে রাখি বিহগ বিম্বে

প্রান্তিক পিপাসা ছুঁ'য়ে চলে গেছে গহীন মেইলট্রেন, আমায় ভেঙে নাও, নাও চুপটি মরাল ভেবে আমার শরীরে পাপ লাগে না তুষাররেণু সমান! জঠরে সারিবদ্ধ ভবিষ্যত রোদেলা নিরজনতা- তুমি যেমন তাকাও আমার ভিতরের ভীষণ পাখিদের উসখুস ঠোঁট। দ্বিতীয়াংশে ছায়া জাগে, দ্বিতীয়াংশে বসে আছি নিঝ্ঝুম এমন যেমনাছে নিট দুপুরপর্ব, হাওয়াই পথের হোলিখেলা; মিশে থাকে সোনাকান্তি সুনৈঃশব্দ্য। আজকাল এভাবেই বেশ লাগে, একলা ঝরি টুপটুাপ সবকিছু এসে ভর করে গোঁড়ায় নিভাঁজ অশ্বথ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.