আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
বলার সাহস নেই? নেই কোন বাহুবল, না আছে অস্ত্র
নাকি আমি কোন সদস্য, বাহিনীর সশস্ত্র। কেবলি নিরশস্ত্র, নিরীহের
আমার জীবন কেমন যেন, বেড়ার ভেতর লতার বাহার,
উঠোনের পাটিতেই আমার নিদ্রা, আমার আহার। আমি কি বলতে পারি
সরকার শেষ করে দিচ্ছে দেশের আশা, ভেঙ্গে ফেলছে নিরীহের ঘর ।
যেন, আমি পর, আমার দেশে, যেন আমি লাট খাই অতিথী বেসে।যার
হাতে ছোড়া সে নেতার আসনে বসে করে নাড়াচাড়া, আমি কেবলই
তাকিয়ে থাকি। আর মুখে মুখে বলি, হে আল্লাহ্ রহম কর, আমায়!
এদেশে সেসব মুসল্লী-মোল্লাদের কান্ড দেখে ভড়কে যাই, যখনই নাস্তিকতায় আবদ্ধ সরকারের পা-চাটে, পীর মুরিদের ভন্ডদের যখন দেশের প্রধান মসজিদের ঈমাম বানানো হয়, তখন আমার দিলে বেদনা চাড়া দেয়, অস্পষ্ট বুলিগুলোর তিক্ষ সমালোচনায় আমি হই যখম। কি করব, আমি তো মফিজ, আমার কাজ তাকিয়ে থাকা। তাই পটল চেরা চোখ মেলে, হেসে-হেলে মুখে টেপ দিয়ে বাঁচি, কেলই তাকিয়ে থাকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।