আমাদের কথা খুঁজে নিন

   

আমি কেবলই স্বপন করেছি বপন

মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে
আমি একজন স্বপ্নবাজ মানুষ। নানা সময়ে নানা স্বপ্ন দেখি। খুব সাধারণ স্বপ্ন। কিছু পূরণ হয়েছে, কিছু পুরণ হতে হতে বয়স চলে গ্যাছে।

যেমন ছোটকালে আমার একটা খেলনা রেলগাড়ির খুব শখ ছিলো। আম্মু বলেছিলো ওয়ান থেকে টেন রোলের মধ্যে আসলে কিনে দেবেন। কিন্তু দেন নি। আমার সেই স্বপ্ন পুরণ হয় নাই। এখন মাঝে মাঝে ইচ্ছা করে একটা রেলগাড়ি কিন্না আইনা ঘরের মেঝে রাইখা ঘুড়াই।

কিন্তু হায় টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। কেউ যদি আমাকে বাইচ্চাকালে জিজ্ঞাসা করতো বড় হয়ে কি হতে চাও, আমি সাথে সাথে বলতাম পাইলট হবো। আকাশে উড়ার সেই স্বপ্নটা আজ আর নেই। হুমায়ুন আহমেদ পরে হিমু হবার স্বপ্ন দেখতাম। ভবঘুরের মোত ঘুরে বেড়াবো।

কিন্তু পরবর্তীতে পড়াশুনা নিয়া দৌড়াদৌড়ি আর প্রাইভেট পড়ার চাপে সে আশায় গুড়েবালি। ম্যাকগাইভার দেইখা ম্যাকগাইভারের মতো হওয়ার স্বপ্নও দেখছি কিছু কাল। খুব স্বপ্ন দেখতাম যে আমি কিছু একটা যুগান্তকারী জিনিস বানায় বা কোন থিওরী দিয়া ফেলছি, যেইটা দিয়া সবার উপকার হইতেছে। আমি বিখ্যাত হইয়া গেছি। কিশোর বয়েস থেকে কবি হবার একটা স্বপ্ন সবসময়ই ছিলো, এখনো আছে, জানি না পূরণ হবে কিনা।

কোন একজন সাধারণ মেয়ে আমাকে ভালবাসবে সেই স্বপ্নও বুকে লালন করে রেখেছি। তাজমহল দেখতে যাবার একটা ইচ্ছা আছে, জানি না পূরন হবে কিনা। এখন স্বপ্ন দেখী একটা নিরব সুনসান (ঢাকা শহরের মতো জ্যামহীন)মফস্বলে বাংলো টাইপ দোতালা বাড়ি,সামনে লন। মচুয়া দারোয়ান আর একটা নিশান পেট্রোল জীপ আমাকে নিয়মিত অফিস নিয়া যায়। কিন্তু বাস্তবতা আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না।

তবে ইদানিং আরেকটা স্বপ্ন দেখতে শুরু করেছি, সেটা হলো আমার একটা বি এম ডাব্লিউ গাড়ি থাকবে(বি বেম ডাব্লিউ -এর ওয়েব সাইটে গিয়া আমি তৃস্নার্ত চোখে গাড়িগুলার ফুটুক দেখি), সেটায় করে জোসনা রাতে ঘুড়তে বের হবো। পাশে কে থাকবে আন্দাজ করে নিয়েন। পিছনের সিটেও এক দুই জন থাকতে পারে(তবে দুইজনের বেশি না)।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।