আমাদের কথা খুঁজে নিন

   

কেবলই যন্ত্রণা

তোমাকে দেখার পর
এই মনে ভাললাগা
সবগুলো অনুভূতি
কেন জানি একত্রিত হয়ে যায়।
তোমার নিকটবর্তী হতেই
শরীরের সবগুলো লোমকুপ
শির শির করে শিহরিত হয়
হৃদয় জমিনে ফুটে অচেনা ফুলের বাগান।
তোমার নৈকট্য পেলে
বরফের টুকরোর মতো
চোখের পলকেই যেন
গলে যায় এই হৃদযন্ত্র;
তারপর তোমার অনুপস্থিতি
ছড়িয়ে দেয় হৃদয়জুড়ে
কেবলই যন্ত্রণা!
______________________________
০৬-০৪-২০১৪

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।