আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিটি অন্যায়ের প্রতিবাদ হউক এভাবেই ………

আমার দেশ আমার গর্ব আমার অহংকার....... নেমেছে যেভাবে আজ প্রতিবাদের ঢল ঘরে থাকা যে দায়, মন বলে সমাবেশে চল। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। রক্ত গরম স্লোগানে বাজনা বাজে প্রাণে প্রাণে। মুখে মুখে ফাঁসির দাবী রাজাকাররা তোরা কই যাবি। ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায়।

ক-তে কাদের মোল্লা ধইরা তারে ফাঁসিতে ঝোলা। সফল হবে হবেই আন্দোলন অটুট আজ মানবতার বন্ধন। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। রাজাকার আলবদর ক্ষমা নাইরে যত্তসব মুখ পোড়া বাঁদর। আন্দোলন আজ এক পতাকার নিচে ফাঁসির দড়ি দৌড়াচ্ছে রাজাকারদের পিছে।

ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায়। উত্তাল দেশ উত্তাল শাহবাগ লক্ষ প্রাণের দাবী বিষ দাঁত ভেঙ্গে যাক আছে যত কালনাগ। জ্বালো জ্বালো আগুন জ্বালো রাজাকারের আশায় পানি ঢালো। গণজাগররণের আজ লেগেছে জোয়ার লক্ষ প্রাণ এক প্রাণে মিলে খুলেছে আন্দোলনের দুয়ার। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।

আন্দোলনের তাপদাহে জ্বলছে দেশ, একসাথে লড়ছে আপামর জনতা, ব্লগার, পাঠক পুড়ছে একাত্তরে রাজাকার, আলবদর আর আছে যতসব ঘাতক। জ্বলছে জ্বলবে বিরামহীন আন্দোলন চলবে। আন্দোলন হবে হবেই সফল লক্ষ কন্ঠের স্লোগান হবে না বিফল। চাই প্রতিটি অন্যায়ের এভাবেই হউক প্রতিবাদ সোনার বাংলা হতে নির্মূল হউক সকল দুর্নীতি, সকল অপরাধ। ============================ ব্যক্তিগত মতামত …………………………… এ লড়াই আপামর জনতার এ দাবী তার, তোমার, আমার এখানে যেন না হয় দলাদলি নিজের দলকে নিয়ে না যেনো হয় বলাবলি ।

স্লোগানটা হউক শুধু বিচার দাবীর সম্প্রীতি অটুট থাকুক, মানবতার বন্ধন হউক আরো গভীর। মুখরিত হউক চারদিক স্লোগানে স্লোগানে মুক্তির পথ খুঁজতে আন্দোলন জাগুক প্রাণে প্রাণে । ছবি : নেট সংগৃহীত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.