আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে।
গত ১৭ই এপ্রিল ২০০৯ ডাকসু ভবনে জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের লালবাগ অঞ্চলের ১১ সদস্যের আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটি আহ্বায়ক হিসেবে মো: রায়হান এবং সদস্য সচিব হিসেবে মো: বাদশা দায়িত্ব গ্রহণ করেন। মো: রায়হান একটি প্লাস্টিক কোম্পানীতে এবং মো বাদশা পরিবহন শ্রমিক হিসেবে কর্মরত আছেন। উক্ত সভায় লালবাগ এলাকার আরো ১৫জন সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
সভার সভাপতিত্ব করেন লালবাগ এলাকার কমিটির সদস্য হেনা। কমিটি গঠন সভায় কর্মীরা শ্রমিক শ্রেণীর কৃষক-শ্রমিকের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, আগামী ১লা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ একটি পদযাত্রার আয়োজন করেছে। উক্ত পদযাত্রা হাজারীবাগ সিনমা হলের সামনে থেকে বেলা ৩টায় শুরু হয়ে বেড়ি বাঁধ-এর উপর দিয়ে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে যেয়ে সমাপ্ত হবে। এরপর বিকাল ৪-৩০টায় একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।