আমাদের কথা খুঁজে নিন

   

আলাদিনের দত্যি

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

বলছি হাচা সত্যিরে আলাদিনের চেরাগ ছাড়াই আইলো দেশে দত্যিরে ।

বলল এসে হুকুম দিন খাটব আমি রাত্রিদিন । ভাবলাম আমি এমন সুযোগ করব কেন হাতছাড়া ? মরছি উপোষ ভাত ছাড়া । বললাম আমি চাউল দে বস্তা কয়েক ডাউল দে, এটাই বেশী দরকারী লাগবেনা মাছ তরকারী । এসব দিয়ে দত্যি কয় জলদি করে আরেক কাজের হুকুম করেন মহাশয় । বিচ্ছিরি কি স্বভাব রে কাজের কি আর অভাব রে, ট্যাপটা ভরে পানি দে সবার ঘরে রাণী দে ।

আলোয় ভড়া বাতি দে মশক বিহীন রাতি দে, দত্যি বলে তাই হবে হুকুম হলে যাই তবে । আনতে পানি আন্ধারে ভীষণ খেয়ে মশার কামড় করল শুরু কান্দারে । অবশেষে করল কি মশার পায়ে ধরল কি ? ছি ছি ওসব কেন ছিঃ । মশার সাথে যুদ্ধ করে সেই আধাঁর রাত্তিরে পালিয়ে গেল অচিন দেশে আলাদিনের দত্যিরে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.