ছাত্র
গতকাল আওয়ামী লীগ সরকারের একশত দিন পূর্ণ হলো। এই একশত দিনে তাদের কি কি সফলতা এবং কি কি ব্যর্থতা আছে তা নিয়ে যদি আমরা তালিকা করি তা হলে প্রথম কয়েকটি হলো:
১। বিডিয়ার কর্তৃক আর্মি হত্যাকান্ড।
২। ছাত্রলীগের বেপরোয়া আচরণ এবং
৩।
দ্রব্য মূল্য হ্রাস।
বিডিয়ার এর সফলতা এবং ব্যর্থতা নিয়ে দুই দলের মধ্যেই বিতর্ক রয়েছে।
তবে ছাত্রলীগের কর্মকান্ড নিয়ে সরকার নিজেই বিব্রত বোধ করেছেন। অর্থমন্ত্রি নিজেই গতকাল বিবিসির সাথে এক সাক্ষাতকারে বলেছেন, তিনি ক্ষুব্ধ।
আর দ্রব্যমূল্য নিয়ে জনসাধারণসহ সবাই সস্তি প্রকাশ করেছেন।
তবে তারা যে দিন বদলের কথা বলে সরকারে এসেছিলেন তা প্রকৃতপক্ষেই হয়েছে কিনা তা মনে হয় এখনও মূল্যায়ন করার সময় আসেনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।