আমাদের কথা খুঁজে নিন

   

প্রদক্ষিণ শেষে (উৎসর্গ: মনজুরুল হক ভাইকে; যিনি আমার ব্লগ আইডল)

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

'যাওয়া বলে কিছু নেই'। 'আসা'র পরেই যে শব্দটি চলে আসে তা হলো 'যাওয়া'’। প্রথমে আসে, তার পরে যায়। আবার অনেকে অধমরা হয়েও বেঁচে ওঠে; হারিয়ে গিয়েও ফিরে আসে। আবার অনেকেই অনন্তের পথে পা বাড়ায়।

হেঁটে চলে যায় তার পথে। একেই কি বলে চলে যাওয়া? আমি নিজেকেই প্রশ্ন করি। উত্তর খুঁজি। আসলেই কি যাওয়া বলে কিছু নেই? সবই কি ঘুরে ফিরে আসা? আসা-যাওয়া'র উত্তর খুঁজতে থাকি, খুঁজতে থাকি। মাঝে মাঝে ভাবি, আসলেই যাওয়া বলে কিছু নেই; সবই ঘুরে ফিরে আসা।

হ্যা, আমি স্থানচ্যুত হই। আবার ফিরে আসি। আমি স্থানচ্যুত হবার পর ১৬৮০ ঘন্টা সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী। আমার শরীরে সূর্য থেকে গলগল করে ঝরে পরেছে কালি। আবার চাঁদের আলোয় সব মুছে গেছে।

হয়ে উঠেছে শুভ্রময়। এই সাদা-কালো'র খেলাকে কখনো মনে হয় শুরু; আবার কখনো মনে হয় শেষ। লম্বা সাদা বক ফুলের মতো আঙুল দিয়ে আমি স্পর্শ করতে চাই সব। হঠাৎ অন্ধকার ঘিরে ধরে আমার আঙুল। আমি মেঘের মতো অন্ধকার সরিয়ে দিই।

চিকড়ে পরে উজ্জ্বল আভা। আমি সিক্ত হই সেই আভায়। "চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয় নয় বন্ধন ছিন্ন করা; আর্ত রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। " (রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ) 'আসলেই যাওয়া বলে কিছু নেই কিছু নেই, কিছু নেই ................' দ্রষ্টব্য: ওয়াচ থেকে ফিরে...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।