আমাদের কথা খুঁজে নিন

   

গেসবল ৮: দ্য পাইরেটস অভ দ্য আন্দামানস (২য় পর্ব)

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

প্রথমবার আন্দামান ঘুরতে গিয়ে প্রচুর স্বর্ণমুদ্রার মালিক হয়ে যাবার বদৌলতেই এখন হায়দারের শীতলকালীন প্রিয় সময় কাটানোর বিষয় হলো আন্দামান এলাকায় সাম্পান ক্রুজে যাওয়া। প্রতিবারের মতো এবারও সে একাই ক্যাম্পিংয়ের জিনিসপাতি, সারভাইভাল কিটস আরো হাবিজাবি এটাসেটা নিয়ে রওনা দিয়ে দিল হায়দার। সাগরের ঢেউয়ের সাথেসাথে হায়দারের সাম্পান ক্রুজিং ভালই চলছিল, কিন্তু বাঁধসাধল একদল পথহারা হাঙরের দল। তারা হায়দারকে দেখতে পেলনা বটে, কিন্তু অদ্ভুত আকৃতির সাম্পাননৌকাকে উপাদেয় কোন খাবার ভেবে দিল হানা। কোনভাবে জানে বেঁচে হায়দার পৌঁছুলো তিরিগিরি দ্বীপে, যদিও সে সাম্পানটা হারাল তবুও চিন্তা নেই, কারণ সে জানে তার পাইরেট বন্ধু মোগলাই খান প্রতি মাসের দশ তারিখে তিরিগিরি দ্বীপে আসে, কাজেই আর পাঁচদিন কোনভাবে এই দ্বীপে কাটাতে পারলেই হলো, মোগলাই খান আসবে, এবং মোগলাই খানের জাহাজে চেপে সে আরামে দেশে ফিরতে পারবে।

তিরিগিরি দ্বীপটা গাছগাছালিতে ভরা, শীতকাল বলে অধিকাংশ গাছই শুকনো, তাও শীতের মৌসুমের অনেক ফলফলাদি এখানে সেখানে। যদিও মাছ ধরতে যাবার সাহস নেই, কারণ সারাদ্বীপ ঘিরে আছে হাঙরের দল, তাও ফল দিয়েই পাঁচদিন চলে যাবে, ভাবে হায়দার। তাছাড়া সারাদ্বীপ ঘাসে ভরা (যদিও শীতের কারণে ঘাস বেশ শুকনো), তাও শুয়ে আরামে কাটিয়ে দেয়ার জন্য খারাপ না। হায়দার মনের আনন্দে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘটনা ঘটল পরদিন সকালে।

ঘুম থেকে হায়দার জাগলই পোড়াপোড়া গন্ধ পেয়ে, উঠে বসে পশ্চিম দিকে তাকিয়ে দেখে, আগুন!! দ্বীপের পশ্চিমকূলে দাবানল লেগেছে, বাতাস বইছে পশ্চিম থেকে পূবে, আর ঘন্টা খানিকের মধ্যে পুরো দ্বীপ পুড়ে যাবে। হায়দারের মাথায় বাজ পড়ল! এই আগুন থেকে সে কিভাবে বাঁচবে? হুমম, গেস করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.