সৌদি আরবে হত্যাকারীর শাস্তি হলো কতল বা মৃত্যু দন্ড। অপরাধীদের দোষ প্রমানিত হওয়ার পর তলোয়ারের কোপে হত্যাকারীর শরীর থেকে মাথা আলাদা করা হয়। আমাদের দেশের সুশীল সমাজ কিছুদিন আগেও সৌদি আরবে প্রবাসী কয়েক বাংলাদেশীর শিরচ্ছেদ করলে আমাদের সুশীল সমাজ ও তাদের মুখপত্র প্রথম আলো এই নিয়ে ব্যাপক সমালোচনা করে সৌদি সরকারের। পশ্চিমা বিশ্ব যাদের সভ্য বলা হয় তাদের দেশ থেকে তারা ইতিমধ্যে মৃত্যু দন্ড রোধ করে যাবজ্জীবন কারাদন্ড চালু করেছে। শাহবাগ আন্দোলনকারীরা যারা শিক্ষা ও বেশ ভূষায় বেশ আধুনিক এবং নিজেদের পশ্চিমা সভ্যতার মুরীদ মনে করে তৃপ্তি পান তারা কাদের মোল্লা সহ আরো গুটি কতেক যুদ্ধাপরাধ বিষয়ে অভিযুক্তের ফাঁসি চান। এ দাবীতে তারা সোচ্চার। সভ্য বিশ্ব থেকে যখন মৃত্যু দন্ড উঠিয়ে দেয়া হয়েছে তখন স্বাধীন দেশের সভ্য একজন নাগরিক হিসেবে যারা মৃত্যুদন্ডের দাবীতে সোচ্চার তারা দেশটাকে কী একটি সভ্য দেশ করতে চান না সৌদি আরবের মত একটি ধর্মান্ধ দেশে পরিণত করতে চান ? বিষয়টি ভাবতে থাকুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।