আসলে ভালোবাসা আমার মত মধ্যবিত্ত মানুষদের জন্য নয়। এটা আমি বুঝতে পারলাম তবে কয়েকদিনের দেরিতে।
আমি একটা মেয়েকে ভালবাসতাম অনেকেই জানে। তবে মেয়েটাকে ভালবাসতে অনেক বাধা বিপত্তি আছে , যদিও সব কাটিয়ে উঠিয়েছিলাম।
যাই হোক মেয়েটাকে প্রোপোজ করেছিলাম।
ও হ্যাও বলেনি আবার নাও বলেনি। তবে আমি তাকে আমার ভালোবাসা বলেই মনে করতাম।
যাই হোক মেয়েটাকে নিয়ে আমি কয়েকদিন রিক্সায় করে ঘুরেছি। ওকে নিয়ে চষে বেরিয়েছি পুরো ফার্মগেট, সংসদ ভবন এলাকা,বসুন্ধরা সিটি।
তারপর হঠাত করেই দেখি ও আমাকে ইগনোর করতেছে।
যদিও ওর কারনের সুস্পষ্ট কারন আছে। কিন্তু তবুও আমি টা মেনে নিতে পারছি না।
ওর কথা মনে পরলেই আমার বুকে ব্যাথা হয় খাওয়া দাউয়া বন্ধ হয়ে যায়।
তাই আমি এখন মুভি দেখি আর খাবার খাই।
ও আমার কল ধরেনা কিন্তু ওর গলার শব্দ শোনার জন্য আমি ছটফট করি।
তাই আমি ওকে বাহিরের দোকান থেকে কল দেই ও হ্যালো হ্যালো করে আমি কথা না বলে শুধু ওর গলার শব্দ শুনে কল রেখে দেই।
আমাদের ভালোবাসা টিকেছিলো মাত্র ১০ দিন।
আবার চিন্তা করি গেছে ভালো হয়েছে কারন প্রিয় মানুষটির পিছোনে আমি কিছু খরচ করতে পারছিনা, এইটা আমাকে অনেক কস্ট দিতো। তবে ও আমার কাছে কোনোদিন কিছু চাইনি। কিন্তু তবুও আমার প্রচন্ড কস্ট হতো।
যাই হোক কি আর করবো ও হয়তবা সুদূর ভবিষ্যতের কথা চিন্তা করে আমার কাছে থেকে দূরে সরে গিয়েছে।
খুব কস্ট লাগে ওর কথা মনে হলে। হয়তবা ওর গলার শব্দ সুনেই আমার সারাটা জীবন কাটিয়ে দিতে হবে।
বিঃদ্রঃ আমি অনেক মজার মানুষ। কিন্তু সব সময় ফান ভালো লাগেনা।
এটি একটি সিরিয়াস পোস্ট আমার কস্টগুলো শেয়ার করলাম। তাই কেও গ্যাজাইতে আসবেন না।
আমার কস্ট নিয়ে মজা করবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।