আমাদের কথা খুঁজে নিন

   

একটি ব্যাক্তিগত চিরকুট

প্রিয় ভূপেন হাজারিকা, কোনো ঘটনার পর তা নিয়ে ষ্টেটাস আর পোস্ট এতো বেশি পড়ে যায় যার কারনে তা নিয়ে স্টেটাস বা পোস্ট দিতে সংকোচ লাগে। চর্বিত চর্বন মনে হয়। গতকাল থেকে তাই আপনাকে নিয়ে কিছু লিখবো না বলে ঠিক করেছিলাম। কিন্তু এই বারো পনের ঘন্টা চেষ্টা করেও না লিখে পারলাম না। ... আপনি আমার সেই কৈশরে জানা প্রথম কোনো শিল্পী যিনি বাংলায় গান করেন অথচ আমার দেশের ছিলেন না।

আপনি আমার কৈশরে শোনা সেই গায়ক যার গানগুলো কেনো যেন মুখস্থ করে ফেলছিলাম। যখন পড়া মুখস্থ করতে গিয়ে আমার নিজের মুখস্থ বিদ্যার উপর বিশ্বাস চলে গিয়েছিল। আপনি সেই অসাধারণ শিল্পী যার 'দিল হুম হুম কারে' গানটি আমি প্রায় লাখখানেক বার শুনেছি। একই গান লতাও গেয়েছেন। লতা গাওয়ার পর যেখানে অন্য যে কোনো শিল্পী ম্লান হয় যায় সেখানে আপনি আপনি দাঁড়িয়ে ছিলেন প্রবল প্রতাপে।

অসাধারণত্ব নিয়ে। স্বকীয়তায়। । পুনশ্চ : প্রিয় ভুপেন হাজারিকা, আগে ফিতা-ক্যাসেটের যুগে সব ক্যাসেট শুনে সেটার ব্যবচ্ছেদ করে ফেলতাম। ফিতা দিয়ে মাথার চুল বানাতাম।

আর চাকা দুটো দিয়ে বানাতাম গাড়ি। গান শোনার চেয়ে সেটা ছিল বেশি প্রিয়। সেই ছেলেবেলায় ওই প্রিয় কাজে আপনার অ্যালবামও বলি হয়ছিল। কিন্তু তারপর আরেকটু বড় হবার পর কিছু অ্যালবাম তার প্রবল আকর্ষনের কারনে আমাকে পুনরায় কিনতে বাধ্য করেছিল। আপনারটা তার মধ্যে একটা।

এই ডাউনলোডের যুগে আপনার অ্যালবাম এখন কিনতে বাধ্য না করলেও প্রায়ই শুনতে বাধ্য করে। পোস্ট আপডেট : এই লেখা লিখতে আপনার ওই গানটা এখন আরো তিনবার শোনা হলো। এক লাখ তিন... গানটা চাইলে শনুতে পারেন : http://www.youtube.com/watch?v=jkNy7uPmxUA ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.