আমাদের কথা খুঁজে নিন

   

কমলা রঙের শৈশবে ফিরে যেতে চাই!

জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।

তেরো বাই তেরো মাপকাঠিতে ফুলস্টপ জীবন; দরজা খুললে কৃষ্ণচুড়ার গন্ধ পায় না; বন্ধ জানালায় বসন্তের মাতাল করা হিমেল বাতাস আসে না; বব মার্লে কিংবা নির্ভানার পোস্টার সাঁটানো তৃষ্ণার্ত দেয়ালে মাঝে মাঝে নিজের প্রতিবিম্ব দেখতে পায়! শাদা রঙের সিলিংয়ের ওপারের আকাশে নীল নক্ষত্র আগের মতোই জেগে উঠে, ডুবে যায়; দূর্বাঘাসের চাদরে আমার শোয়া হয় না! জাগতিক পড়ালেখা এখন আর বইয়ের পাতায় নেই, দেওয়ালে উঠে গেছে। ধূসর স্বপ্নের দেশে এসে; কর্পোরেট ভবিষ্যতের খোরাক মেটাতে; দেওয়ালের স্টিকি করা স্ট্র্যাটেজি কিংবা এ্যনালাইসিস টুলস' এ আটকে থাকা এইসব দিনরাত্রি। জীবনানন্দের মতো করে, 'কোথাও জীবন আছে- জীবনের স্বাদ রহিয়াছে' উপলব্ধি করা হয়ে উঠেনা। ক্ষ্যাপাচোখে দেয়ালের 'পরে অস্পষ্ট অক্ষরে ব্যর্থতা দেখে ভাবি; রাতের তিনটি তারার মতো, পৃথিবীতে মানুষের উজ্জ্বল আলোর দিনও একদিন শেষ হয়! অনেক ক্লান্ত হলে 'পরে লীন নীরবতায় যখন সময় কাটে; আমার কর্পোরেট মন কমলা রঙের শৈশবে ফিরে যেতে চাই! ছবিসূত্র: এমএসএন থেকে সেভ করেছিলাম।

আমার অনেক প্রিয় একটা ছবি। আমার শৈশবও অনেকটা এরকম ছিল! [ এই লেখাটি একজন প্রিয় মানুষকে উৎসর্গ করতে ইচ্ছে হলো। সাজি আপু] ; যিনি কবিতায় জীবনকে দেখেন কিংবা জীবনকে কবিতায় দেখান। পাদটীকা: কি লিখেছি আমি নিজেই জানিনা! ব্লগে এসেছিলাম কবিতার টানে। এখানে এতো ভালো কবিতার পোষ্ট আসে; নিজের লেখা দিতে কেন জানি আর ইচ্ছে করে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।