আমাদের কথা খুঁজে নিন

   

কমলা নেইল পলিশ

i'm lost and alone and i'm fair and i'm free you am what you is and i are who i be what i'm lacking in strength i make up for in smarts you keep your stability i'll keep my heart

আজকে বাসায় আসার পথে বাস ধরার জন্য হাঁটছিলাম। ট্রাফিক লাইটে কিছুণ দাঁড়াতে হলো। সবসময়েই হয়। সাধারণত অনেক ভীড় থাকে, আজকে কম ছিল। লোকজন যা ছিল কাউকেই তেমন অফিস অফিস লাগছিল না দেখতে।

অবশ্য এর একটা কারণ হতে পারে আমি আজকে তাড়াতাড়ি চলে আসছিলাম, দুপুর আড়াইটার দিকে। অন্য দিন এ সময়ে কারা রাস্তায় থাকে দেখি না। অনেকেরই টুরিস্ট টুরিস্ট ভাব। লাইটের কাছে দেখলাম একজন মহিলা, বয়স মনে হয় 40 এর আশেপাশে। পোশাক এক নজর দেখলে মনে হয় হাতের কাছে যা পাওয়া গেছে তাই পরেই বের হয়েছে।

কমলা একটা টি সার্ট, জিনস আর কালো স্যান্ডেল। কিন্তু দেখলাম পায়ের নখে কমলা নেইল পলিশ। তাই দেখে প্রথম ধারণা বদলালাম। হয়তো বেশ সময় নিয়েই পোশাক বেছেছে। কমলা তো নেল পলিশের েেত্র তেমন কমন রঙ না।

সাধারণত দেখি মেরুন অথবা নেচারাল কালার। তাই কমলা টি-সার্টের সাথে ম্যাচ করেই কমলা নেল পলিশ। অবশ্য এরকমও হতে পারে নেল পলিশ টা আগেই দেয়া ছিল অন্য কোন কারণে, আর টি সার্টটাও আজকে মিলে গেছে। কে জানে। আমি যে কোনায় দাঁড়িয়ে ছিলাম, সেখান থেকে তার মুখ দেখা যাচ্ছিল না।

মনে হলো কমলা রঙটা কালোর সাথে অনেক বেশী মানায়। অথবা শ্যামলার সাথেও। মহিলার পায়ে তেমন ভালো লাগছিল না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।