আমাদের কথা খুঁজে নিন

   

নীলাঞ্জনার কথা

তুমি কি আমায় ভাবো

বর্ষা আমার আমার মাসীত ভাইয়ের একমাএ মেয়ে। পুরো নাম নীলাঞ্জনা বর্ষা। আমি প্রথম দেখি ওর দুই বছর বয়সে। বর্ষারএখন বয়স দুই বছরের একটু বেশী্ ওরা থাকে ইন্ডিয়াতে। আমি ০৯আগষ্ট ২০০৮ইং তারিখে প্রায় সাত বছর পর ইন্ডিয়াতে বেড়াতে যায়।

বর্ষা অনেক অনেক গল্প শুনেছিলা আগে থেকেই কিন্ত দেখার সৌভাগ্য হয়নি। আমি যখন ওদের বাড়িতে যায় ও তখন মামাবাড়িতে ছিল কিন্তু বর্ষাকে দেখার লোভ সামলাতে না পেরে আমি আর খোকন ওর মামাবাড়িতে যায়। আমি সোফায় বসার একটু পরে একটা বাচ্চা আমার সামনে এলে আমি তাকে মামনি তুমি কেমন আছো বলে আদর করতে যায় আর তখন খোকন মানে আমার মামাত বোন বলে দাদা ওটা মামনি না, বাবামনি আমি নিচের দিকে তাকিয়ে একেবারে অবাক। পরে অবশ্য আমার প্রিয় বর্ষা মামনিকে পেয়েছিলাম। বর্ষা যে কি ভাল তা কাউকে বোঝাতে পারবোনা।

সারাক্ষন কাকুমনি, কাকুমনি বলে ডাকে। আমাকে ছাড়া খাবেনা, ঘুমবেনা, খেলবেনা এত ভালবাসা আমি আর কোথাও থেকে পায়নি। আমি ওকে প্রচন্ড মিস্ করছি। বর্ষা মামনি তুমি যেখানেই থাক ভাল থাক, তুমি অনেক অনেক বড় হও। আমি তোমাকে অনেক বেশী ভালবাসী, আমাকে মনে রেখ মা........................................


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।