আমাদের কথা খুঁজে নিন

   

পাগলামী সরকারের মাথায়, লেখকের কলামে কলমে

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

১. হঠাৎ খাবলা দিয়ে ওঠে নখ নিজের চেহারায়, কেবলি খামচে দিতে চায় চামড়া, অস্থিরতা বিরাজে মগজে শিরোনাম পড়ে খবরে কাগজে কাগজে। বক্তব্য শূল হয়ে একে অপরকে ঘা দিয়ে শুরু করে দিন রাষ্ট্রীয় পঞ্জিকার। আঘাত ছাড়া যেন নেই আর কোন বাণী, সত্যিকার। ২. ধর্মের বাঁশ মেরে যা পার লুটতে লুটো, যখন লুটা শেষ এবার ফুটো। বিদেশের ফ্ল্যাটে নিজের নামে সীল, সরকারী খরচায় লক্ষ ভ্রমণের বিল।

৩. দেশের প্রতি কেবল কবিতা আর ভাষন, পত্রিকা আর বই-এ কেবল স্বপ্ন, সাধনা, উন্নয়নের আকঁন দেশপ্রেমি-রা ক্ষধায় পঠল তোলে নিজের হাড়ী ভর্তি সরকারী রাসন। ৪. পাগলামী দেশের অলি-গলিতে, এন্টিকস থেকে আসল ফুলেতে পাতায় পাতায় কাটার পায়তারা, প্রতিনিয়ত হুল নিয়ে রেডি আমলা নয়তো মন্ত্রী। পাগলামী সংবাদে, টিভি উপস্থাপনায়, সবখানে দল নিরপেক্ষতা কেবল বাহানায়। ধোকার রাজ্যে ধোকার বীজ-ফসল, গুরু-শিক্ষক-ওস্তাদ সকল কেবলি কসমেটিকস সাজানো চেহারা সবই নকল। পাগল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।