আমাদের কথা খুঁজে নিন

   

কবিরা মাতাল হলে,

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

জলপাই বনের পাশ দিয়ে যেতে শহরের সবচে বড় কাবাব ঘরটি চোখে পড়ে কোন দিন যাওয়া হয়নি সেথায় পাছে কাবাব মে হাড্ডি বনে যাই! বাঁ দিকে কবীরের মদের আঁড়ৎ ডানে গোস্ত ভুনা শেষমেষ এ শহরে সবই মেলে, মেলে না শুধু ফেলে যাওয়া শৈশব আর দুপুর বেলার কিশোরী মুখ, মায়াবী আনমনা! কবিরা মাতাল হলে, সাগর ছুটে আসে ঢেউয়েরা সব উতলা বয়, ভালোবাসো তবু আসবে না জানি ভয় হয়, শুধু ভয় হয়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।