ঝড় আসিয়াছে
শীল পড়িতেছে
সব ধুলিকণা বিলুপ্ত হইয়াছে
এইবার বুঝিবে কর্দমের কী প্রতিভা
কিরূপে পর্যূদস্ত করে বৃষ্টিপাতের নন্দন
এই কর্দম
আর তুমিতো জানই
শীলাবৃষ্টির সময় এক জেলেবউ
আইসক্রিমের ধারণা পেয়েছিল
যখন
ইমরান মাঝি ভাবছিল মহাকাশ হলো একটা আইসক্রিম কারখানা
আর
প্রবর রিপন একটা কলোনিয়াল আইসক্রিমের কাঠি হাতে নিয়া কইল এইটা হইলো রাবোর লিঙ্গ
আর এইসব ঘটনায়
বৃষ্টিপাত খুবই দূরাগত এক ব্যধির মতো ধরা দেয় আমার কাছে
তুমিতো জান হে
আমাদের আদি ও অন্তে কোন মিল নাই
তাই অদৃশ্য বাস্পিভূত মেঘের আতুরে তোমাকে বিলায়ে দেই
যদি জল হয়ে থাকো অথবা বারিপাত, তাহলে-
যে কোন ঝড়ের সাথে উড়ে যাওয়া টিন যেমন ধারালো ব্লেড হয়ে যায়
ঠিক সেরকমভাবে আমি তুমি হয়ে যাব
আমাদের
সকল এসথেটিকস এড়ায়
সকল ধূলিময় জীবিকা এড়ায়
সকল শীলাবৃষ্টি এড়ায়
অতিঅবশ্যই আমরা এক ঝড়ের ডাকনাম হবো
ধূলি,বাতাস,শীলাবৃষ্টি সমেত এক ঝড়ের ডাকনাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।