আমাদের কথা খুঁজে নিন

   

কবিরা ব্যবহৃত হয়

sabujs@yahoo.com
কবিরা ব্যবহৃত হয় -- বারবার; যেমনি ব্যবহার করো তুমি-- রোজ তোমার খোলা চুলে সুগন্ধি শ্যাম্পু কিংবা ছোট্ট চুলের ক্লিপ , লালটিপ তেমনি ব্যবহৃত হয় অজান্তে - কবিরা ব্যবহৃত হয় বারবার । কবিরা ব্যবহৃত হয় ফাল্গুনে - শরতে কবিরা ব্যবহৃত হয় বৃষ্টির ফোটার মতো তোমার কপোলে ' কবিরা ব্যবহৃত হয় একটি খোলা দরোজায় -- যার চৌকাঠে তুমি থমকে দাড়িয়েছিলে অবাক বিস্ময়ে । কবিরা ব্যবহৃত হয় তোমার অজান্তে ছুটে চলা বাসের খোলা জানালায় -- তোমার একটি হাসির ঝংকারে কবিরা বিক্রী করে দেয় জগত সংসার ঠোটের ছোট্ট তিলটার জন্য কবিরা হয়ে যায় আজন্ম বিবাগী কিংবা খোপায় গোঁজা লাল কৃষ্ণচূড়ার রঙে ক্ষতবিক্ষত হয় অসংখ্য হৃদয় --- তুমি জানো না কবিরা বড্ড অসহায় কবিরা নি:স্ব তারা তো সর্বস্ব হারিয়েই ফেলেছে সেই কবে প্রথম কবিতা লেখার দিনে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।