অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা
কবিরা মাতাল আর লম্পট কবিরা বেশ্যাবাড়ী যায়
ঘন ঘন প্রেমে পড়ে,বাড়াবাড়ি করে
কবিদের খুব বদনাম আজকাল
কবিরা লম্পট-মাতাল
কবিদের সম্পর্কে এমন নিরেট ধারণার পেছনে কবিদের দায় কতটুকু? এই সামাজিক ঘৃণার কতটা তাদের প্রাপ্য আর কতটুকু সাম্প্রদায়িক ঘৃণা?
আমার রীতিমতো অসহ্য লাগে যখন কেউ বলে শিল্পী মানেই তার নেশা করতে হবে । যেকোনে একটা নেশা, পান সুপারি আর খৈনিখেকো হাটের কবিয়াল আর হুইস্কিখেকো শহুরে মাতাল ---- যে ফর্মায় হোক না কেনো নেশা তোমায় করতে হবে নইলে কবিতা জন্মাবে না-
কি আশ্চর্য বিষয় মানুষের শৈল্পিকতা কি নেশার প্রভাবে আসে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।