আমাদের কথা খুঁজে নিন

   

পেনশন পাচ্ছেন না বেসরকারী স্কুলের অবসর নেয়া শিক্ষকরা

বুকের ভেতর বহুদূরের পথ.........

....না, পেনশন বন্ধ করা হয়নি। তবে পুরো ঘটনা একটু লম্বা আর প‌্যাঁচালো। কিছুদিন আগেও বেসরকারী স্কুলের শিক্ষকরা অবসর নেয়ার পর অনেকটা শূন্য হাতেই বিদায় নিতেন। ২০০১ সালের পর জোট সরকারের আমলে তাদের জন্য কল্যাণভাতা আর গ্রাচুইটির ব্যবস্থা করা হয় যেটা ছিলো ৭৫ মাসের মূল (বেসিক) বেতনের সমান। ফলে শিক্ষকরা অবসরের পর অন্তত নিঃস হওয়া থেকে বাঁচতেন।

কিন্তু ওয়ান ইলেভেনের পর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে এই কল্যাণভাতা কমিয়ে ৫০ মাসের মূল বেতনের সমান করে। দরীদ্র শিক্ষকরা তা মেনে নিতে পারেননি। অনেকে হয়ত জানেননা যে সারা জীবন চাকরী করার পরও বেসরকারী স্কুলের বহু শিক্ষকের মূল বেতনই পাঁচ হাজারের উপরে যায়না। ২৫/৩০ বছরের চাকরী জীবন শেষে যাও একটু আশার আলো দেখা গিয়েছিলো, সেনা সমর্থিত ফখরুদ্দীন সরকারের এক কলমের খোঁচায় তার তিন ভাগের এক ভাগ নাই হয়ে যাওয়ায় শিক্ষকরা প্রতিবাদী হয়ে ওঠেন। ফলাফল মামলা এবং সেই মামলা এখন বিচারাধীন।

তবে বিপদে পড়েছেন এই মুহুর্তে যারা অবসর নিচ্ছেন তারা। তারা পেনশনের টাকা তুলতে পারছেননা মামলা চলার কারণে। সবচেয়ে করুণ অবস্থা সেই সব পুরুষ শিক্ষকদের যারা পরিবারের একমাত্র উপার্জণক্ষম ব্যাক্তি। শুধুমাত্র টিউশনির উপর ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তাদের সংসার। মামলা কতদিন চলবে কে জানে।

(জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলা আজ প্রায় ১২ বছর ধরে চলছে) ততদিন হতদরীদ্র এই পরিবারগুলোকে এক দূর্বিসহ অবস্থার মধ্য দিয়ে যেতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।