আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ: নিজে লেখা ও অপরের লেখার মন্তব্য করা



প্রিয় ব্লগারবৃন্দ, আমাদের এই ব্লগে একটি বিষয় বিশেষভাবে লক্ষ করা যাচ্ছে যে, আমরা শুধু লিখেই যাচ্ছি আর লিখেই যাচ্ছি। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা অপরের লেখা খুব একটা পড়ছিনা কিংবা পড়লেও মন্তব্য করছিনা। এটা অনেকটা আমাদের মাহামান্য রাজনীতিবিদদের মতো। কেবল নিজেরটাই বলে যাচ্ছি। অপরের লেখা ভালো হোক অথবা মন্দ হোক দয়া করে আমরা যেন পড়ি এবং মন্তব্য করি। এতে করে আমাদের সবার লেখার মান অনেক বাড়বে বলে আমার ধারণা। ব্লগ কতৃপক্ষের কাছে অনুরোধ ব্লগের মান ঠিক রাখার জন্য কোন লেখা প্রকাশের পূর্বে যাচাই করার ব্যবস্থা করা যায় কিনা? দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি মত প্রকাশের স্বধীনতার বিরুদ্ধে নই। আমি ব্লগের মান বাড়ানোর জন্য লেখার মান বাড়ানোর পক্ষে মাত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।