ছাত্র
আমরা অত্যন্ত সুন্দরভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করলাম। তবে কষ্ট লেগেছে কুচকাওয়াজ না হওয়ায়।
জঙ্গি হামলা বা জঙ্গিদের নিয়ে যে আমাদের সমস্যা তা নিয়ে আমরা গভীর উদ্বেগের মধ্যে আছি। কিন্তু আমাদের এ জঙ্গি সমস্যা সমাধান করতে হবে। কিন্তু কিভাবে?
গতকাল আমেরিকান প্রেসিডেন্ট ওবামা নতুন নীতি ঘোষনা করেছেন আফগানিস্তান এবং পাকিস্তানের জন্য।
এই নীতিতে ওবামা প্রসাশন যুদ্ধের পাশাপাশি উন্নয়ন খাতে জোর দিয়েছেন। এর ফলে আফগানিস্তানে আরো অতিরিক্ত চার হাজার সৈন্য মোতায়ন করা হবে। এর পাশাপাশি সেখানে উন্নয়ন খাতে ও কাজ করা হবে। অন্য দিকে পাকিস্তানকে প্রতি বছর ১৫০ কোটি ডলার অর্থ সহায়তা দেওয়া হবে। এ অর্থ আমেরিকার উন্নয়ন খাতে ব্যয় করা হবে।
তবে এ অর্থ শর্ত সাপেক্ষে দেওয়া হবে।
এখন আমাদেরকেও এ ধরেনের কাজ করতে হবে। বেশিরভাগ জঙ্গির সৃষ্টি হয় মাদ্রাসায়। তারা গরীব ছাত্র। তারা না বুঝে অনেক সময় ভুল পথে অগ্রসর হয়।
তাই সরকারকে মাদ্রাসার উন্নয়নে জোর দিতে হবে। আর নিয়মিত মনিটর করার ব্যবস্থা করতে হবে।
তাহলে আমার মনে হয় জঙ্গিবাদের সমস্যা কমতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।