"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
মাগো, আরেকটিবার- ডাকবে কী আর?
মাগো, আরেকটিবার- ডাকবে কী আর?
"ওঠরে খোকা ওঠ, ঘুমোসনে আর- সময় বুঝি এসেছে তোর যুদ্ধে যাবার।
ঐ দেখ চেয়ে শত্রুরা সব আসছে ধেয়ে, শুয়োরের পাল;
নে হাতে নে, গাঁইতই-শাবল, দে ফুঁড়ে দে বুকটা তাদের- মিটিয়ে ঝাল।
তুই যে আমার মাণিক-রতন, আমার বুকের আদরের ধন,
দেশের বিপদ এলেই তোকে সঁপে দেবো করেছি পণ"।
মাগো, আরেকটিবার- ডাকবে কী আর?
সেই যে আমি তোমার ডাকে যুদ্ধে গেলাম-
শত্রু বধে হানবো আঘাত শপথ নিলাম,
বৃষ্টি-রোদে, ঝড়-বাদলে, শীতের রাতে ঠান্ডা জলে,
ওঁত পেতেছি, চোখ রেখেছি, শুয়োরের পাল আসবে কখন দলে দলে।
এক এক করে করবো খতম কেঁচকি মারে,
দেখবে ওরা- বিচ্ছুরা আজ সবই পারে।
আমার দেশের মাটি ওদের ছাড়তে হবে- ছাড়তেই হবে,
নইলে ওদের পশুর মতো মরতে হবে- মরতেই হবে।
মাগো, আরেকটিবার- ডাকবে কী আর?
এবার যদি জাগতে পারি, পার পাবেনা শত্রুরা আর।
শহীদ ছেলের রক্তবীজে জ্বলছে আগুন চিতার মতো-
ফিরিয়ে দাও অস্ত্র আমার, দেখি তাদের শক্তি কতো!
শুয়োর যারা লুকিয়ে আছে বন-বাঁদারে চোরের মতো,
খুঁজে খুঁজে আনবো ধরে, গুঁড়িয়ে দেবো ইচ্ছেমতো।
মাগো, আরেকটিবার- ডাকবে কী আর?
অপরাধী ছিল যারা, বিচার তাদের হবেই এবার।
লক্ষ-কোটি ছেলে তোমার জোট বেঁধেছে দেখো চেয়ে,
পালাবে কোথায়(?) পিশাচগুলো মা-বোনেদের রক্তে নেয়ে।
গ্রামে-গঞ্জে, হাট-বাজারে সবাই এখন জেনে গেছে,
আমার দেশের শত্রুরা সব মুখোশ পড়ে লুকিয়ে আছে।
মাগো, তুমি ডেকেই দেখো- মৃত্যু ভুলে আসবো ফিরে,
শ্যামল-সবুজ মাটির বুকে ভালবাসায় থাকবো ঘিরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।