আমাদের কথা খুঁজে নিন

   

বাঁশী

স্বচ্ছ মডারেশন চাই

তোমার দেহাতি বাঁশী... মুখ গুজে পালিয়ে এসেছে ধ্রূপদী উপদ্রবে বেদনা নিবিড় সুরে সুরে বাঁশীরা দুপুরভর খুজে খুজে বুনো বাঁশঝাড় বৈঁচিমালার দেশ ঝরা ফুল শেফালী পুঁথিতে আরও তো অনেক দূর চলে গেছে বালিকাস্বভাবে শিমুলতুলোর মত উড়ে উড়ে ... উড়ে-উড়ে-উড়ে তোমার অন্তর -চোখ ফুটে ওঠা সুরমা আলোয় আমাদের গন্ডগ্রাম নদীপাড় ক্ষেতে ধান উঠোনের 'পর ঝুম রোদে ভরে গেছে আশ্বিনের শেষের দুপুর তোমার অচ্ছুতবেদে আততায়ী আক্রোশের পর শাস্ত্রীয় খসখসে পুলকিত ইনতালেকচুয়াল ঘাসফুলে পড়ে পড়ে কতদূর হেটে যাবে তারা অকাটমূর্খ জানে শাস্ত্রের প্রহরী জানে না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।