আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন বাঁশী



স্বপ্ন হাতড়ে পেতাম যদি যাদুর একটা বাঁশী, মুষড়ে পরা ঠোঁট দুটোতে ফুটতো মধুর হাসি। বাঁশী যদি বাজতো আমার হ্যামিলনের ফু'তে, হ্যমিলনকে আনতাম আমি রুপকথা সব ঘুটে। বলতাম তাকে দেব তোমায় যত তুমি চাও, মাথার মধ্যে কিলবিলে সব স্বপ্ন নিয়ে যাও। বাজলো বাঁশী অচীন সুরে মনযে পাগলপারা, স্বপ্নগুলো ছুটলো পিছে হন্যে; দিশেহারা। স্বপ্নলোকের সীমা ছেড়ে কোন সে সূদুরলোকে স্বপ্নরা সব বিলীন হল বাঁশীর সুরের ঝোঁকে! সমুখে দাঁড়ায় বাঁশীওয়ালা হাত পাতে বিশ্বাসে, "যাহা চা'বে তাহা' পা'বে", মন নাচে সেই আশে। নিঃস্ব আমি চোখ তুলে চাই বিষন্ন সেই দৃদ্টি, "স্বপ্ন তো নাই, কী দেব ভাই, ধ্বংস যে সব সৃষ্টি! স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে? স্বপ্নই যদি নাই, বাজাও তবে মরন বাঁশী স্বপ্নেই ফিরে যাই।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.