আমাদের কথা খুঁজে নিন

   

প্রযুক্তির মাইনকা চিপায় আমাদের মাইনুল

সোনার বাংলার অপেক্ষায়............

প্রযুক্তির সুবিধাতো সবাই গ্রহন করতে চাই। আর অনাকাঙ্খিত ঘটনায় পড়লে মাইনকা চিপা যাহাকে বলে, আসুন মাইনকা চিপার কাহিনী টুকু পড়ে নেয়........................ ঘটনাটি আমাদের সহজ-সরল মাঈনুলের। একদিন সকাল ৭.৩০ ঘটিকায় প্রযুক্তি একটি ছোট্ট যন্ত্রের মাধ্যমে তাহার বিপদের শুরু.......... সকাল ৭.০০ ঘটিকায় মাঈনুল ঘুম থেকে উঠে, অত:পর প্রাকৃতিক কাজকর্ম সম্পন্ন করিতে থাকে। এরই মধ্যে তাহার মোবাইল ফোনটি ছোট্ট করে মোরগের ডাক দেয়। মাঈনুল মোবাইল স্ক্রীনে একটি মিসড কল দেখতে পায় এবং কলটি ব্যাক করে।

অপর প্রান্ত থেকে একটি মিষ্টি মেয়েলি গলায় বলে হ্যালোওওও। আহা! বেচারা মাঈনুল বুকের ভেতর একটি সুখের ঢেউ অনুভব করে এবং অন্যদিকে বউয়ের কথা মনে হওয়ার সাথে সাথে গাজার যুদ্ধের আওয়াজ শুনতে থাকে। নিরাপদ অবস্থানের জন্য বাসার সিড়ি বেয়ে নিচে নামে এবং মোবাইলে রসালো কথোপকথন চলিতে থাকে। ঘটনাটি টের পেয়ে তাহার স্ত্রী গোয়েন্দা স্টাইলে পিছু নেয় এবং স্বামীর প্রেম বিষয়ক কথাবার্তা শুনতে থাকে এবং একটি ভয়ংকর যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। এক পর্যায়ে হাসি মুখে যখন মাঈনুল বাসায় ফেরত আসার জন্য ঘাড় ঘুড়ান, তখন তাহার সামনে ভয়ংকর একটি মানুষ দেখতে পান।

যে আর কেউ নয়, তাহার স্ত্রী। যুদ্ধ শুরু হয়ে গেল এবং প্রথম আক্রমনের শিকার হল বেচারা মোবাইল ..................... সাবধান ............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.