অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
আজকে হাফ ইয়ার্লির তৃতীয় পরীক্ষা গেলো। আরো দুটো বাকি আছে - সোমবার আর বুধবার। আমার খুব ইচ্ছা করছে লাফ দিয়ে বৃহস্পতিবারে চলে যেতে। কিন্তু তার বদলে আমি অংক বই নিয়ে বসে আছি।
আমার চোখের সামনে সারাক্ষন একটা হলুদ কাগজ ঝুলতে থাকে, যেটাতে বড় করে লেখা - মিরাকল হ্যাপেনস! ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিলো - পড়তে পড়তে একটুখানি ওপরে তাকালেই ওটা চোখে পড়ার কথা, আর তারপর আমার আবার নতুন উদ্দ্যমে পড়া শুরু করার কথা।
আমি কালকে খেয়াল করলাম, আমার টেবিলের চারপাশে যতগুলো কাগজ ঝুলানো, তার বেশির ভাগই অংকের ফরমুলা। অংক, অংক, অংক, কেমিস্ট্রি, অংক, অংক, ইকোনমিকস, অংক। 'অংক' শব্দটা মজার, বারবার বললে পিংপং বলের কথা মনে হয়। আমি অংক করা গত তিন বছর একদম পছন্দ করি নি।
হঠাৎ করে পছন্দ করা শুরু করলাম, আর আমার অংকের র্যান্ক লাফ দিয়ে প্রায় সত্তুর ধাপ উঠে গেলো! এখন বুঝতে পেরেছি যে একটু খানি সময় দিলে অংক করা খুব সহজ হয়ে যায়। কঠিন ব্যাপারটা হচ্ছে সময় দেওয়াটাকে ধরে রাখা।
আমার মাথায় একই সাথে দুইটা গান বাজছে - কিমিয়া ডওসনের নাথিং কেইম আউট ও জশ গ্রোবানের ডোন্ট গিভ আপ। প্রথমটা দুই তিন দিন আগে শুনছিলাম, কিন্তু গানটা এরকম যে একবার মাথায় ঢুকলে সহজে বের হয় না। এ গানটা না শুনলে বুঝতে পারতাম না যে বেসুরে বাঁশি অসম্ভব কিউট হতে পারে।
I wanna watch cartons with you.
Josie and the Pussycats and Scooby Do,
I want you to watch cartoons with me.
পরের গানটা কালকে রাতেও শুনছিলাম। জশ গ্রোবান খুব মায়া দিয়ে গান গায়, আর লিরিক্সটাও এত্তো ভালো যে একদম সত্যি মনে হয়।
Don't give up
It's just the weight of the world
When you're heart's heavy
I...I will lift it for you
Don't give up
Because you want to be heard
If silence keeps you
I...I will break it for you
Everybody wants to be understood
Well I can hear you
Everybody wants to be loved
Don't give up
Because you are loved
Don't give up
It's just the hurt that you hide
When you lost inside
I...I will be there to find you
Don't give up
Because you want to burn bright
If darkness blinds you
I...I will shine to guide you
Everybody wants to be understood
Well I can hear you
Everybody wants to be loved
Don't give up
Because you are loved
You are loved
Don't give up
It's just the weight of the world
Don't give up
Every one is to be heard
You are loved।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।