যানজটে আটকা পড়েছি। বিরক্ত নিয়ে বসে আছি স্টাট বন্ধ করে। ভাবছিলাম ঢাকা শহর টা কবে যে যানজট মুক্ত হবে। এমন সময় একটা করোলা এক্স নিয়ে পাশে থাকা রিক্সা আওলার চাকা ধাক্কা দিল কারটি এবং এতে রিক্সা আওলা মাটিতে পরে গেল। অতপর মাটি থেকে উঠে তার রিক্সাটা বাম দিকে সরিয়ে জায়গা করে দিল রিক্সা আওলা বেচারা।
আমি দেখছি। কিন্তু এতে খান্ত হোল না গাড়ীওলা। গাড়ীওলা নেমে রিক্সা চালক কে একটা থাপ্পর দিল কারন ধাক্কা মারতে গিয়ে তার গাড়ীর একটু আচর লেগেছে বাম্পারে। আমি আর বসে থাকতে পারলাম না । মেজাজ খারাপ হয়ে গেল স্পটে যানজটের মধ্যে কলারটা ধরে বল্লাম "কই থাকেন ভাই,গাড়ীটার প্রত্যেকটা গ্লাস ভাঙ্গা থাকলে বেশি বাতাস লাগবো আর এসি ছারতে হইবো না,কি দিমু নি ব্যবস্তা কইরা,আমার এলাকায় দাড়াইয়া নিজে তো ফাউল করছেন আবার বেচারা রিক্সা আলারে মারতাছেন,গাড়ীটা তো নতুন মনে হয়ে চোদ্দ গুষ্টিতে কেউ গাড়ী চালাইছে নাকি ভাই।
---লোকটা ভয়ানক গরম হয়ে কোন কথা না বলে গাড়ীতে বসল। আমি ও চলে আসলাম একটু পর দেখি রিক্সা আলা নিজে ২ টা গালি দিল ,লোকটা গাড়ী থেকে পুনরায় বের হতেই রিক্সা আওলা দোরে থাপ্পর দিল। পাশের আরো লোকজন এবার এগিয়ে এল রিক্সা আওলার পক্ষে। অবস্তা ভয়ানক দেখে গাড়ী নিয়ে কুইক দৌড়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।