আমাদের কথা খুঁজে নিন

   

প্রকাশকের কথা-২

আমরা নবীন লেখকদের বই প্রকাশে আগ্রহী
- আপনি নাকি প্রকাশনা সংস্থা করেছেন? : জ্বি। - কয়টা বই করলেন গত মেলায়? : তিনটা। - কেমন ব্যবসা করলেন? : বুঝলাম না। - না, বললাম বই বের করে কেমন ব্যবসা করলেন? : পকেট থেকে ১৫ হাজার টাকার মতো গচ্ছা গেছে। - কেন? : ভালো কিছু করতে চেয়েছি তাই।

- আপনি বোধ হয় ব্যবসা ভালো বুঝেন না। : হতে পারে। তবে প্রকাশনা নিয়ে ব্যবসা করার ইচ্ছে নেই। - তাহলে প্রকাশনা করেছেন কেন? : সৃজনশীল কিছু কাজ করবো বলে। - অ! : কী বুঝলেন? - জানি না।

২. = একটা বই করতে চাই, কয় টাকা লাগবে? : বইয়ের পাণ্ডুলিপি আগে দেখান। = পাণ্ডুলিপি দেখে কী হবে? : কী বই, কেমন বই সেটা বুঝতে হবে আমাকে। = অতো আপনার দেখার দরকার কী? : পাণ্ডুলিপি দেখে পছন্দ না হলে বই করবো না। = আপনাকে আমি টাকা দেবো, কাজ করে দেবেন। : অমন ইচ্ছে নিয়ে প্রকাশনায় আসিনি।

আমি সৃজনশীল কাজ করতে চাই। = আপনি নিজে টাকা ইনভেস্ট করে বই করবেন? : জ্বি না। = তাহলে অতো দেমাগ দেখাচ্ছেন কেন? : দেমাগ নয়, ভালো কাজ করতে চাই। ছাইপাশ লিখে বই বের করলেই লেখক হওয়া যায় না। = আপনি কি আমাকে বলছেন? : আপনি কি ছাইপাশ লিখেন? = (জবাব নেই) ৩. > আমার লেখাগুলো একটু দেখবেন বই করা যায় কি-না? : আচ্ছা জানাবো আপনাকে।

(১৫দিন পর) : আপনার লেখা দেখেছি। > কী মনে হলো? চলবে? : বই করতে পারেন। যদি বলেন, আমি একজন ভালো সম্পাদক দিয়ে আপনার পাণ্ডুলিপিটা সম্পাদনা করে দিতে পারি। ভালো হবে আপনার। > টাকা কত লাগতে পারে? : সেটা পরে বলছি।

আপনি কি এটা চান? > জ্বি চাই। তবে বলে রাখছি ভাই, আমার টাকা-পয়সা বেশি নাই। : আচ্ছা ঠিক আছে, আপনি যা পারেন ব্যবস্থা করেন, বাকীটা আমি দেখছি। > জ্বি অবশ্যই। : আর একটা কথা_ নতুন লেখকরা নিজে উদ্যোগী হয়ে বই বিক্রি করতে হয়।

ব্যাপারটা মাথায় রাখবেন। > ধন্যবাদ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.