আমরা নবীন লেখকদের বই প্রকাশে আগ্রহী
- লেখক কাকে বলে?
- যিনি লিখেন তাকেই লেখক বলে।
- আমার চাচার কাকাশশুর সাবরেজিস্টার অফিসে চাকরি করেন। উনারে তো দেখি ধুমাইয়া লিখেন অফিসে বইসা। উনি বুঝি খুউব বড় লেখক?
- হ্যাঁ, উনিও লেখক। তয় দলিল লেখক।
- লেখক কি অনেক প্রকারের?
- জ্বি না।
- তবে?
- অনেক প্রকার নয়, অনেক রকমের লেখক আছেন।
- বুঝলাম না।
- কেউ পাস করতে লেখেন, কেউ দলিল করতে লেখে, কেউ ভিক্ষা করতে লেখেন (একুশে বইমেলায় যারা জান তারা নিশ্চয় ব্যাপারটা জানেন), কেউ ধান্ধাবাজি করতে লেখেন, কেউ শখের বশে লেখেন, কেউ আনন্দের জন্য লেখেন..... লেখেন.... লেখেন....
এবং
কেউ মনের তাগিদে লেখেন নিজের দায়বোধ থেকে।
এই শেষের জনই হচ্ছেন লেখক।
তাকেই আমরা লেখক বলি। যিনি নিজের বোধের কাছে প্রতিনিয়ত জবাবদিহী করেন। যিনি নিজের কাছে নিজে জবাবদিহী করেন। এই কারণেই তিনি যখন দেখেন সমাজের কোনো অসঙ্গতি তখন চুপ করে থাকতে পারেন না। তিনি নিভৃতে বসে শুরু করেন লেখা_ মানুষের মানবতাকে জাগিয়ে তোলার জন্য।
তিনি লেখেন কারন, তিনি চান গুণে ধরা সমাজটার পরিবর্তন। নিজের খেয়ে বনের মোষ যারা তাড়ান তাদের দলেই লেখকগণ।
[বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার লিখবো যদি আপনারা চান]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।