বিচারকের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাহিদুর রহমান এই মামলা করেন। রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগে বলা হয়, আমার দেশ পত্রিকা বিচারকের ব্যক্তিগত ও গোপন তথ্য প্রকাশ করেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে বিতর্কের মুখে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন বিচারপতি নিজামুল হক। বিচারপতি নিজামুল হক এমন এক সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন, যখন এই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হয়েছে।
সবাই রায়ের জন্য অপেক্ষা করছে। যে কোনো সময় রায় হতে পারে বলে আদালত জানিয়েছে। অন্য মামলাগুলো সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিচারপতি নিজামুল হকের পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’। তবে বিচারপতির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সম্প্রতি বেলজিয়াম-প্রবাসী আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনাল চেয়ারম্যানের দীর্ঘ কথোপকথন আমার দেশ পত্রিকায় প্রকাশ করা হয়।
স্কাইপের মাধ্যমে তাঁদের প্রায় ১৭ ঘণ্টার এই কথোপকথনে এমন কিছু বিষয় উঠে আসে, যা তাঁর জন্য বিব্রতকর ছিল। এ জন্য তিনি পদত্যাগ করেছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।