আমাদের কথা খুঁজে নিন

   

আগুনে পোড়ার হাত থেকে বেঁচে যাওয়া অলৌকিকতার প্রতি মুগ্ধতা জানাই !



এক্সিডেন্টে যখন প্রিয় কিছু রক্ষা পায় তখন আমরা এভাবেই খুশি হয়ে সবাইকে জানাই। কিছু কিছু ক্ষেত্রে এই রক্ষা পাওয়ার ব্যাপারটা কোন দিক থেকে মহিমান্বিত করার চেষ্টাও করি। কিন্তু যখন যা হওয়ার কথা তা হয়, পানিতে ডুবে যায়, আগুনে পুড়ে যায়, বাতাসে উড়ে যায়..., তখন সেটাকে আমরা স্বাভাবিক ভাবেই গ্রহণ করি এই ভেবে যে "এরকমই তো হওয়ার কথা"! সেসবের ব্যাপারে না তো কোন ঘোষণা আসে আর না তো কোন অলৌকিকতা খুঁজে পাই আমরা। যাহোক, কোরান শরীফটার সাথে যদি সংশ্লিষ্ট ফ্লোরটাও (১৮) রক্ষা পেত, তাহলে ভাল লাগতো। সব পুড়ে যাওয়া বাড়ি থেকে যদি এমন করে অলৌকিকভাবে কিছু ধর্মগ্রন্থ রক্ষা পেত, ভাল হত। সব ডুবে যাওয়া জাহাজ থেকে বের হয়ে যদি এমন করে অলৌকিকভাবে কিছু ধর্মগ্রন্থ উত্তাল সাগরের ঢেউয়ে ভেসে থাকতে পারতো, ভাল হত। সব ধর্মগ্রন্থের বাধাঁই যদি অলৌকিকভাবেএমন হত যা কোন দিন ছিঁড়ে যাবেনা, ভাল হত। আলৌকিকতার প্রতি আমাদের বিশ্বাসের দৃঢ়তা অটুট থাকে। কারণ ধর্মগ্রন্থের পুড়ে যাওয়া, ভিজে যাওয়া, বাঁধাই খুলে যাওয়ার ভেতর যে অলৌকিকতার অনুপস্থি্তি আছে, সে ব্যাপারে ভাবার ক্ষমতা আমাদের নেই - আমাদের সৌভাগ্য!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।