আমাদের কথা খুঁজে নিন

   

মাটির ঘর

ইমরোজ

সবুজ ধানের পাশে, এক দলা খর, বাদামী আঙ্গিনা ঘিরে, মাটির ঘর। পাশে বয়ে চলে সুরমা নদী, পার হয়ে যায়ই যদি... সে পারাবার অনেক পথ, আঁকাবাকা রাস্তায় সবুজের রথ, একপাড়ে পাহাড় আর অন্যপাড়ে ঝর্ণা, প্রাণ ভরে দেখে নেই সপ্তবর্ণা, মেঘ, একাকার অন্ধকার সমীরণ, রৌদ্র কিরণ, ঝলসানো বৃষ্টির দৃশ্যপট, নতুনের পথ আকড়ে আষাঢ়ের নব উত্থান গান। বৃক্ষের মৃদুকম্পন, পথিকের হাতে লন্ঠন, বাজারের সারি, দোকানির বাড়ি, পানের ঘ্রাণ, জলের স্পন্দন, সেখানেই বুঝি শান্তির সুর, একা একা বহুদূর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.