এলোমেলো হয়ে যাই , এই জল জোছনায়।
-আমি অপরাধী; বল কি শাস্তি দেবে আমায় তুমি?
-স্বপ্ন দেখিয়ে ছিলে, বলেছিলে খুব আপন করে তোমায় টেনে নিতে;
-অথচ না বুঝে নিষ্ঠুর ভাবে আঘাত করেছি তোমাকে, আমার দেয়া স্বপ্নাঘাতে তোমার ত্বক ক্ষরাগ্রস্ত ফসলের মাঠের মত হারিয়েছে কোমলতা।
-তুমি প্রতিবাদ করেছিলে মৃদু “উহঃ লাগছে” , এই পৌরষদীপ্ত আঘাতে তোমার চোখ বেয়ে গড়িয়েছিল অশ্রুধারা।
-আমি উম্মত্ত হয়ে আঘাত করেই চলেছিলাম তোমার কোমলতাকে, আমার পাষন্ড হাত দুটি লাঙ্গলের ফলার মত তোমার শরীর নিংড়ালো, ঠিক যেমন ফসলের মাঠ নিংড়ায় কৃষক।
-একসময় আঘাত করতে করতে ক্লান্ত হয়ে আমি হেলে পড়ি মাথা রেখে তোমার বুকে, তখনো আলতো হাতে চুলে বিলি কেটে নিশ্চিন্ত রাতের সুখ দিলে?
-ঐ আদি কাল থেকে এখনো মাটির বুকে স্বপ্ন দেখে, নিষ্ঠুর আঘাত করে ফসলের বীজবুনে ফসল ফলে। নতুন ফসলে হয় নবান্ন উৎসব।
-আমি এখনো সেই আদিম রয়ে গেলাম, নিজেকে সভ্য দাবী করার মত সাহস আমার অসভ্যতা কেড়ে নিয়েছে।
-আমি আমার দোষ স্বীকার করে নিয়েছি, বল কি শাস্তি দেবে আমাকে?
-তোমার মাঝেই বুনেছি নতুন জীবনের বীজ, বিভোর স্বপ্নে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।