http://www.paybox.me/r/rihan
আলো আঁধারের পালা বদলে,
দুঃখ হাসির মালা বদলে,
মাটির দলায় প্রাণের খেলায়,
কোন কারিগর চর্কা ঘোরায়?
শুরুও হঠাৎ, শেষও হঠাৎ,
তবু, ভ্রমের পথে মিছিল বিরাট
তবু, মায়ার ভূমে স্বপ্ন চাষে
মাটির পুতুল পিছু না হটে।
আমি, তুমি, আমরা, তোমরা,
একই কামারের অনলে পোড়া,
শত আকৃতির ছায়ায় ঢাকা
একই মাটির শত দলা।
আমার এটা, আমার ওটা,
আসলে সবই শূন্য ফোঁটা,
শত আস্ফোলনে বৃথাই ছোটা,
ভ্রমের সুতোয় আটকে থাকা।
ব্যস্ত পুতুল মায়ার খেলায়,
খেলার শেষে নিঃস্ব ঘামায়,
কারিগরের চর্কা ঘুরে আর
মাটির দলায় প্রাণের বিদায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।