আমাদের কথা খুঁজে নিন

   

অজস্র ধারায় তিনি আসছেন

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।

তিনি প্রাণের শান্তি , মনের আরাম । তুমি রবে নীরবে-র কথক কবি রবীন্দ্রনাথের এই ধরাধামে অবতীর্ণ হওয়ার ১৫০ বছর পরে তাঁর পুরো না-প্রকাশিত কাজ যেন আবিষ্কার হতে চলেছে । সবকিছু ঠিকঠাক চললে এই সব অবগুণ্ঠিত কাজ ৮০ খণ্ডে দিনের আলো দেখবে ১০ থেকে ১২ বছরের মধ্যে । সেই অমূল্য সম্পদকে সুতিকাগারে যাঁরা এই বিশ্বের রবিকিরণ দেখাবেন তাঁরা হলেন ২৫ থেকে ৩০ জন গবেষক এবং অবশ্যই রবীন্দ্রপ্রেমী ।

১২ থেকে ১৩ কোটি টাকার মোট এই সাহিত্য প্রকল্পের মূল দায়িত্ব বিশ্বভারতী রবীন্দ্রভবনের । এই কাজের কাণ্ডারি রবীন্দ্র ভবনের অধিকর্তা স্বপন মজুমদার । তিনি জানান , ওই সাহিত্যকর্মের মূল বৈশিষ্ট হচ্ছে যে , প্রথমত এটি তৈরি হবে নির্দিষ্ট ক্রমবিন্যাস মেনে এবং দ্বিতীয়ত , এই কর্মে বিশ্বকবির ছোঁয়া থাকবে সম্পূর্ণ পরিবর্ধন ও পরিমার্জন সমেত । কবির সমস্ত কাজ-কবিতা , নাটক , সংগীত , ছোটোগল্প , উপন্যাস , প্রবন্ধ , চিঠিপত্র এমনকি বক্তৃতামালাও পাবেন প্রকাশিতব্য কাজে , তার একান্ত অনুরাগী , উপোসী ও গুণুমগ্ধ পাঠককূল । উল্লেখ্যনীয় ওই গবেষণাকর্মে বিশ্বভারতী সংযুক্ত করেছে স্বনামধন্য কবি শঙ্খ ঘোষ , মহাকবি শেক্সপিয়র ও রবীন্দ্রনাথ বিশেষজ্ঞ সুকান্ত চৌধুরি এবং উমা দাশগুপ্তকে ।

থাকছেন প্রখ্যাত পাঠ্য বিশেষজ্ঞ পিটার সিলিংবার্গ এবং বিশ্বভারতীর বেশ কিছু অধ্যাপক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.