আমাদের কথা খুঁজে নিন

   

ওএসডি হইতাম চাই। চুক্তি ভিত্তিক নিয়োগ চাই। মিষ্টার টেন/ টুয়ান্টি পারসেন্ট হইতাম চাই।

আমার কথা শুনিতে খারাপ লাগে তাদের..., যারা অন্যের গৌরবে গর্ভবতী আগে থেকেই। সে গর্ভবতী নর নারীদের বমি হইবার সম্ভবনা শত ভাগ। তাই সাবধানে..... :) http://shonarbangla-blog.blogspot.com/

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ কিছু দিন আগে ভাষণ দিয়ে ছিলেন যে জোট সরকারের সময় সব সেক্টরে দলীয় করন করা হয়েছে। সিঙ্গল আউট করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাধারীদের কে। কিন্তু এখন কি হইতেছে? ও দিন বদল হইতেছে! যাক সব চেতনার লোকদেরই চাকরি করার অধিকার আছে।

শুধু চেতনাবাদীরা খাইবে আর অন্য সাধারন পাবিলিকেরা পাছায় ট্যাগ লাগিয়ে বসে জনগণের ট্যাক্সের টাকা খাইবে? কাজ ছাড়া টাকা দিন বদল এভাবেই হয়? এখন প্রতিদিন দিন বদল হইতেছে ডিজিটাল পদ্ধতিতে! আগে এনালগ পদ্ধতিতে হইতো। বিএনপি যা করেছে যদি আওয়ামীলীগ ও তা করে দিন বদলের নামে তাহলে দেশের জনগণ কে পাছা মারা খাওয়া ছাড়া অন্য কোন উপায় তো দেখতেছি না! কি আর্মি, কি পুলিশ, কি বিশ্ব বিদ্যালয়ের কেরানি, বিডিআর তো গেছে! সব জায়গায় চেতনার ভূত আরাম কইরা বসতেছে! কোন যোগ্যতার প্রয়োজন নাই! কাজের ও দরকার নাই! শুধু মুজিব কোট লাগাইয়া কিছু ভাবের কথা কইয়া যাইবেন। ছাত্রলীগের পোলাপানদের পড়া লেখার কোন প্রয়োজন নাই। শুধু চেতনার রামদা হকস্টিক লইয়া অন্য পক্ষ কে দৌরাইবেন। পাস এমনেতেই মিলবে ডিজিটাল পদ্ধতিতে।

চাকরি তো রেডি চেতনার জন্য। শুধু আপনার জন্য না! আপনার বাপ দুলা ভাই ও ইহাতে উপকৃত হইবে চুক্তি ভিত্তিতে। আর চাকরি না পাইলে কি হইবে টেন্ডারবাজি বা টেন টুয়ান্টি পারসেন্ট তো রেডি! শুধু জয় বাংলা চাই...... আর কালো কোর্তার ট্যাগী চেতনা চাই। দিন বদলের ডিজিটাল যুগ বলে কতা...... কেউ কিছু জানে না বুঝে না! শুধু স্মরনে রাইখেন এই ডিজিটাল যুগের কথা। জয় বাংলা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.