শেষ বলে কিছু নেই
আগুনের কামান্ধ শিখার মধ্যে লুটোপুটি খায় বসুন্ধরা সিটি
অথবা বসুন্ধরার মধ্যে আগুন- ছুটে পালাচ্ছে অসংখ্য গিরগিটি!
অভিমানি হাইড্রোলিক ল্যাডার সাকূল্যে নাগাল পায় ১২ কি ১৩;
তবে ১৩-র পরে ক্যামনে উঠিল অট্টালিকা- বলতে পারো?
আমি অভিমানি কবি- অতটা উপরের তলায় কিছুতেই যায় না হাত
শুনেছি ঐসব তলাতে নাকি মাটি ছাড়াই জন্ম নেয় বেহেস্তী পারিজাত
আমার সীমানায় শুধু নাক ঘষে অপ্রতিরোধ্য আগুনের টকটকে লাল
আর উপর থেকে নেমে আসা ছাই- কর্পোরেট লাভ-লসের সুরতহাল....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।