আমার মনে শুধু একটাই প্রস্ন আমরা কি আমাদের সাধিনতাকে অর্থ মন্ধিত করতে পারছি? আগামিকাল অফিস শেষ করে প্রেস ক্লাব এ গেলাম একটা আলচনা সভায় যোগ দিতে। সচেতোন প্রকৌশল সমাজের উদ্দোগে ২৫ ফেব্রুয়ারী পিলখানায় নরকীয় হত্তাকান্ডের উপর এ আলোচনা সভার আয়জন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেক্তর কমান্ডার হামিদুল্লাহ খান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেফটেনান্ট করনেল অবসরপ্রাপ্ত গোলাম মওলা। বিশেষ অতিথির একটা কথা আমার মনে বিশেষ ভাবে ধরেছে। তিনি তার বক্তিতার মাঝে বলেছেন সৈনিকরা কখনো তার কর্মকর্তাদের উপর গুলি করতে পারে না।
অন্তত আমি এটা বিশাস করি না। আমি আমার চাকরি জীবনে তাদের সাথে ভাল ভাবে মিশেছি। আমি তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। আবার আফিসারাও পারে না তাদের সৈনিকদের বুকে গুলি করতে। আর তারা সেটা পারে না বলেই আজ তাদের জীবন দিতে হয়েছে।
কথাটা একবার একটু ভাবেনতো কতো নির্মম।
আমরা সাধারন জনগন। আমারা অতো কিছু বুঝি না আমরা চাই আমাদের সোনার ছেলেদের যারা নির্মম ভাবে হত্তা করেছে তাদের বিচার হতে হবে। তারা যেই হক না কেন। এর থেকে কেও রাজনৈতিক ফাইদা লুটতে চাইলে তার ফল ভাল হবে না আমাদের দেশের জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।