আমাদের কথা খুঁজে নিন

   

ঝগড়া

জীবনের আলো - অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে ...

সুলতান ভাই আর ভাবির ঝগড়া লেগেছে। আর তাতে আরও সুর তুলেছে তাহাদের গুনো ধর সন্তান নিমন। যেই না সুলতান ভাই ভাবি কে জোড়ে বকা দেয় আর সেই নিমন সাউন্ডের এক্সেলেটর বাড়িয়ে দিয়ে আওয়াজ বাড়িয়ে দেয়। সে কি বলবো বলুন দাদা। সেলুকাস অবস্থ্যা।

এদিকে কারেন্ট নেই। না থাকার কারনে জেনারেটর চলছে দোতলায়। ঝগড়ার সাথে জেনারেটরের আওয়াজ একটা ফিউশনের ঝড় তুলেছে। আসে পাশে যদি হাসান বা এযুগের ব্যান্ড দলের কেউ থাকতো তাহলে এখানেই ছোট খাট একটা স্টেজ শো করা যেত। এই যা - অন্ধকারে গোবর পাড়ালাম।

কিন্তু বিল্ডিং বাড়ির দোতলায় গোবর আসবে কি করে। মাংসের প্যাকেটের সাথে তো আসার কথা না। আচ্ছা গন্ধটাও তো পরিচিত মনে হচ্ছে - গবোরে তো এমন গন্ধ হয় না। এটাতো আমাদের বাথরুমের ভেতরে থেকে আসে মাঝে মাঝে। বুঝেছি এটা আমার ভাগিনা নিমনের পাছার উচ্ছিস্ট অংশ।

বেটা কাজ এখানে সেরেছে । ওদিকে তো নিমনের মা বাবার ঝগড়া চলছেই। ঝগড়ার কারন কি জানেন। কারন হল আজ দুলাভাই দেরী করে বাসায় ফিরেছে। হায়রে মেয়ে মানুষ - মানুষ হবি কবে।

সব কিছু তেই সন্দেহ। আসলে আমারা নিজেরাই নিজেদের দুনিয়াকে নস্ট করি নিজেদের হাতে। ছোট ছোট ভুল গুলো কে আগলে ধরে নিজের আখের গোছায়। ফলাফল একটা সংসারের ভাঙন। ছেলেটা এতিম।

একটু এডজাস্ট করতে শিখলেই কিন্তু এসব থেকে দুরে থাকা যায়। আমরা সবাই শুধু নিজেদের নিয়ে ভাবি। কিন্তু আমাদের সাথে যারা আছে যাদের আমাদের পরিবার বলে তাদের নিয়ে ভাবা উচিৎ। নতুবা একদিন তারা হটাৎ করেই পর হয়ে যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.