আমাদের কথা খুঁজে নিন

   

বিশেষ বিবেচনায় উত্তীর্ন শিক্ষার্থী'র ভালোলাগা জীবনানন্দ সমগ্র। যা নিতান্তই স্বগত।

আমরা দু'জনে মিলে শূন্য করে চলে যাবো জীবনের প্রচুর ভাঁড়ার

স্কুল জীবনের কথা। বছরের পর বছর। ক্লাসের পর ক্লাস। সাধারন গনিতে ৩৩ পাইনি। ক্লাসে সবার চেয়ে বেশি মার্কস পেতাম সব মিলিয়ে, কিন্তু 'উত্তীর্ন'দের তালিকায় জায়গা নেই।

'বিশেষ বিবেচনায় উত্তীর্ন'দের তালিকার প্রথম জায়গাটা দখল করে রেখেছিলাম টানা ৬ বছর। রোল নাম্বার হলো কমপক্ষে ৪৫-এর পর। আম্মা ভয়ানক রকম রাগতেন। আব্বা প্রশ্রয়ের হাসি দিয়ে বলতেন- তোমার ছেলে অন্যদের চেয়ে একেবারেই আলাদা গো! তো এইরকম 'আলাদা' থাকতে হচ্ছে বাধ্য হয়েই। অনেক ক্ষেত্রে।

প্রচুর ক্ষেত্রে। এমনই এক মুশকিল হলো 'প্রিয়' কিংবা ভালো লাগার তালিকা নিয়ে। যেসব সৃজনকর্ম আমার প্রিয়, আমার ভালো লাগে, সেগুলো অনেকের সাথেই মেলেনা। এই যেমন জীবনানন্দের বনলতা সেন কবিতাটি আমি অনেক চেষ্টা করেও ভালো লাগাতে পারিনি। ভেবেছি সবাই যখন প্রিয় বলছে তখন নিশ্চয়ই প্রিয় না হওয়ার কথা নয়, ভালো না লাগার কথা নয়।

দেখি ভালো লাগে কি না। হয়নি। অন্যান্য কবি-কথাশিল্পী-গীতিকার-গায়ক-শিল্পী-আলোকচিত্রী-অভিনেতা সবার ব্যাপারেই। তাদের যেসব সৃষ্টি আমার ভালো লাগে তা আমার পরিচিত অন্য কারোরই প্রায় ভালো লাগেনা। এই নিয়ে ভয়াবহ দু:খে আছি।

তাই আমার সবকিছুই স্বগত:। স্বগত: আমার জীবনানন্দও। আমার ভালো লাগা জীবনানন্দ দাশ-এর কবিতাগুলো তুলে রাখলাম এখানে। আন্তর্জালে সঞ্চিত আমার অন্যান্য ভালোলাগাগুলোর মতোই খুজে পেতে সহজ হবে তাই। আমার স্বগত উচ্চারনে সাথী হতে চাইলে নীচের লিংকগুলোতে ক্লিক করতে হবে- এইসব ভালো লাগে যেদিন সরিয়া যাবো সেই দিন এই মাঠ এ-সব কবিতা আমি তোমায় আমি জল তবুও পায়ের চিহ্ন অনন্ত জীবন যদি নিজের ভেতরে তালাশ করে বুঝেছি- জীবনের ওপারের বোধে আমি জীবনানন্দাকে আমার মতো করে পাই বলেই তার এসব কবিতা আমার ভালো লাগে।

যেদিন সরিয়া যাবো আমি সেদিন কেমন হবে, সেই দিন এই মাঠ কিভাবে জড়ায়ে নেবে আমারে সেই বয়ান আমি জীবনানন্দে পাই। এসব কবিতাই- তাহাদের ম্লান চুল মনে ক'রে; তাহাদের কড়ির মতন ধূসর হাতের রূপ মনে ক'রে; তাহাদের হৃদয়ের তরে। কিন্তু সেই সাথে জীবনানন্দের সাথে সাথে আমিও জানি- তবুও তোমার সাথে অনন্তকালেও আর হবে নাকো দেখা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.