আমাদের কথা খুঁজে নিন

   

ধ্বংসস্তূপ সরানো হচ্ছে, জীবিত বা মৃত উদ্ধার হয়নি

সাভারে ধসে পড়া রানা প্লাজা ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। গতকাল রোববার রাত থেকে ভারী যন্ত্র ব্যবহারের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের উদ্ধার তত্পরতা শুরু হয়। গতকাল রাত ১২টা থেকে আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত জীবিত বা মৃত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
উদ্ধারকারীদের সূত্রে জানা গেছে, দুটি হাইড্রোলিক ক্রেনের সাহায্যে ধ্বংসস্তূপ থেকে ১২ টনের একটি স্ল্যাব ও কয়েকটি পিলারের ভগ্নাংশ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকটি স্ল্যাব অপসারণের চেষ্টা চলছে।

তবে জীবিত বা মৃত কাউকে উদ্ধার করতে পারেননি উদ্ধারকারী দলের সদস্যরা।
গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে নয় তলাবিশিষ্ট রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এতে এ পর্যন্ত ৩৭৩ জনের লাশ উদ্ধার করা হয়।
এখানকার উদ্ধারকাজের সমন্বয় করছে সেনাবাহিনী। সেনাবাহিনীর তরফ থেকে গতকাল জানানো হয়, ভারী যন্ত্র ব্যবহার করে দ্বিতীয় পর্যায়ের উদ্ধার কাজ শুরু করা হবে।

সে অনুযায়ী গতকাল রাত থেকে এ ধরনের উদ্ধার তত্পরতা শুরু হয়।
ভবনটির মালিক সোহেল রানাকে গতকাল বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করে র‌্যাব। দুর্ঘটনার পর তাঁর বিরুদ্ধে দুটি মামলা করা হয়। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.